সোনারগাঁয়ের কাঁচপুরে এক কলেজ শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাঁচপুর ব্রীজে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী মাহবুবে এলাহী নাফিয়ান জানান, তিনি ও তার খালাতো ভাই শনিবার বিকেলে কাঁচপুর ব্রীজ এলাকায় ঘুরতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরার সময় কাঁচপুর ব্রীজে ১০/১২ জন যুবক ধারালো ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা একটি দামী মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওই ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী।