তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
সোনারগাঁওয়ে আজ সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের জনসভা
সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আজ সোমবার বিকেলে দোয়া ও জনসভার আয়োজন করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের উদ্যােগে এ দোয়া ও জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আজ সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের উদ্যােগে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল জানান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সুসংগঠিত। মোগরাপাড়া চৌরাস্তায় আজকের জনসভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৩০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঞ্চ তৈরির পাশাপাশি সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।