নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে এঘটনায় বুধবার সোনারগাঁ থানায় আহতদের ভাবি জান্নাতুল ফেরসৌস রিমু বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ জুয়েল লিখিত বক্তব্যে দাবি করেন, নারী ঘটিত কারনে দুই ভাই নিজেদের মধ্যে ঝগড়া করে একে অন্যকে কুপিয়ে প্রতিপক্ষেকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। বুধবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লিটন প্রধান, স্বাধীন, ওসমাণ গনি, সজিব, রাসেল প্রমুখ।
জুয়েল লিখিত বক্তব্যে বলেন, জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের ছেলে আব্দুল হালিম রাতের বেলায় ফুর্তি করার জন্য একটি নারী নিয়ে বাড়িতে যায়। এসময় ছোট ভাই শেখ ফরিদ এতে বাঁধা দেয়। এতে রামদা ও চাপাতি নিয়ে এসে অন্যের ওপর আক্রমন করে। এসময় দুজন আহত হয়। এ বিষয়টি ভিন্ন খাতে নিয়ে প্রতিপক্ষ হিসেবে আমাদের ফাঁসানের জন্য থানায় মামলার আবেদন করে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জসীমউদ্দিনের সঙ্গে তাদের শত্রæতা চলছে। এ শত্রুতাকে কাজে লাগিয়ে আরো মামলা দেওয়ার ফন্দি আটছেন। সঠিক তদন্তের মাধ্যমে মামলা গ্রহন করার জন্য থানা পুলিশকে অনুরোধ করেন।
অপরদিকে জান্নাতুল ফেরসৌস রিমু দাবি করেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের সাথে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে শত্রুতার ও দ্বন্ধ চলে আসছে। এ দ্বন্ধের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ইকবাল হোসেনের নেতৃত্বে আনোয়ার হোসেন, জুয়েল, ওসমান, মোখলেছুর রহমানসহ ২০-২৫জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে হামলা করে তার দুই দেবরকে কুপিয়ে আহত করে।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন বলেন, দুই ভাই আহত হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক প্রমাণ সাপেক্ষে মামলা গ্রহন করবে।