বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের সোনারগাঁয়ে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার নতুন টিপরদী এলাকায় পৌর যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
সোনারগাঁ পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, সদস্য নোবেল মীর, সোনারগাঁ পৌরসভা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আল আমিন, আবু সালেহ মুছা,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা অলি আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব তার বক্তব্যে বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী ও জেল, জুলুমের শিকার নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। কেউ বিএনপির রাজনীতি করলেই সেই ব্যাক্তি বিএনপি নয়। তাদের বিগত দিনের আমলনামা আমাদের কাছে আছে। আমলনামা দেখে দেখে তাদের মূল্যায়ন করা হবে।
তিনি আরো বলেন, ৫ই আগষ্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন। ফ্যাসীবাদি সরকারের আমলে তারা আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামলা ও জেলে দিতে আওয়ামীলীগকে উষ্কে দিয়েছে। আজ তারাই আমাদের সঙ্গে মিশে গেছে। তাদের চিহ্নিত করে তাদের অপকর্মের জবাব দেওয়া হবে।