নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানীর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টার দিকে সোনারগাঁও পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ এর সঞ্চালনায় ও সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোঃ মোশাররফ হোসেন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার,পৌর বিএনপি সহ সভাপতি জাহাঙ্গীর, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিরউদ্দিন মজনু, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, সোনারগাঁ মহিলা দলের সভাপতি সালমা, পৌর বিএনপি সহসাধারণ সম্পাদক হাসনাঈন, পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক বাশার হোসেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বাছেদ প্রমুখ। আলোচনা সভার শেষ বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।