নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জনগুরুত্বপূর্ণ মোগরাপাড়া- বৈদ্যেরবাজার সড়কে ৫ শতাধিক খানা খন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে প্রায় ৫ কিলোমিটার সড়কটি। এ সড়কে চরম ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীর। এ যেন দেখার কেউ নেই। এ নিয়ে বিগত দুই সাংসদ সোনারগাঁয়ে বিভিন্ন উন্নয়ন করলেও এ সড়কে আদৌ তেমন উন্নয়ন হয়নি। তবে জোড়া তালি দিয়ে মাঝে মাঝে কিছু সংস্কার হলেও পরবর্তীতে বৃষ্টির পানি জমে সড়ক নষ্ট হয়ে যায়। এ বেহাল দশা থেকে মুক্তি পেলে চায় এলাকাবাসী। গত কয়েকদিনের ভারীবৃষ্টি, বিভিন্ন কোম্পানির ভারি যানবাহন চলাচল, সংস্কার না করা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের বাড়ি মজলিশ, দৈলেরবাগ, উদ্ভবগঞ্জ ও বৈদ্যেরবাজার এলাকায় এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগ (সওজের) নির্মিত এ রাস্তার ইট, বালু, পাথর ও মাটি সরে গিয়ে সৃষ্টি হওয়া গর্তে পড়ে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে। গত এক মাসে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে প্রায় শতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কারের দাবী জানিয়ে প্রশাসনের উধ্বর্তন মহলে আবেদন করেও কোন ফল না পাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। দীর্ঘদিন ধরে নির্বাচিত সরকার এ সড়কটি সংস্কার না করলেও অন্তর্বতীকালীন সরকার যেন সড়কটি সংস্কার করে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগ (সওজের) নির্মিত সোনারগাঁ উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ সড়ক দিয়ে প্রতিদিন তিন উপজেলা মেঘনা, আড়াইহাজার ও সোনারগাঁয়ের লাখ লাখ লোক যানবাহন নিয়ে চলাচল করে। এছাড়াও বেড়াতে আসা লাখ লাখ পর্যটক ও উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা, উপ-কর কমিশনারের কার্যালয়, ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিসসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে বসবাসরত লোকজনও এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করেন। জনগুরুত্বপূর্ণ এ সড়কে ৫মিনিট যান চলাচল বন্ধ থাকলে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সড়কে হাবিবপুর, বাড়ি মজলিস, শহীদ মজনু পার্ক, দৈলেরবাগ চিড়ার মিল, হাতকোপা, উদ্ধবগঞ্জের মায়া মহল সিনেমা হল ও বৈদ্যেরবাজার এলাকায় কয়েকটি কোম্পানির ভারী যানবাহন চলাচল ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়ে প্রশাসনের উধ্বর্তন মহলে আবেদন করেও কোন ফল না পাওয়ায় চরম ক্ষোভ ও হতাশা হয়েছেন স্থানীয়রা।
মোগরাপাড়া চৌরাস্তার ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মিয়া বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ব্যাপারে প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না । প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে লাখ লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার প্রয়োজন। বিগত সরকারের এ সড়ক নিয়ে মাথা ব্যাথা ছিল না। বর্তমান সরকার যেন এ সড়কটি উন্নয়ন করে দূর্ভোগ লাঘব করে।
হাতকোপা এলাকার ফার্নিচার ব্যবসায়ী গাজী জুয়েল জানান, সড়ক সংস্কার না হওয়ায় গর্ত দিয়ে যানবাজনগুলো ধীর গতিতে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়। ফলে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বসে থাকতে হয়। সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকার উদ্যোগে একাধিক বার সংস্কার হলেও পূর্ন নির্মাণ হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক জানান, সড়কটি সওজের অধীনে থাকায় সংস্কারের বিষয়ে এলজিইডির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজের) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া চৌরাস্তা- বৈদ্যেরবাজার সড়কটি ড্রেনেজ ব্যবস্থাসহ পুন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজের) পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সড়কটি দ্রুত সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।