প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে গুম, খুন ও অপহরণের বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গুম,খুন ও অপহরনের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ করেছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলী, আবু সালেহ মুছা, আল আমিন, সোনারগাঁও থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত বাবু প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরনের মাধ্যমে গুম, খুন করেছেন। রাতের অন্ধকারে মতিঝিল শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পুলিশ দিয়ে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। সর্ব শেষ হাসিনা সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র শিশু ও যুবক হত্যা করেছে। এসব অপকর্মের প্রধান হোতা শেখ হাসিনাসহ সকল নির্দেশ দাতাদের গ্রেপ্তার করে বিচার দাবি করেন।
Copyright © 2024 কালের সময়. All rights reserved.