ফসলি জমির উপর দিয়ে জোরপূর্বক ড্রেজারের পাইপ স্থাপন করে ও বালু ফেলে ক্ষতিসাধন করার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নাকাটিভাংগা গ্রামে বৃহস্পতিবার বিকেলে ২ জমির মালিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদী থেকে নাকাটিভাংগা গ্রামের পাশ দিয়ে কয়েক হাজার ফুট ড্রেজারের পাইপ স্থাপন করেছেন স্থানীয় মামরকপুর গ্রামের প্রভাবশালী আওলাদ, আরমান ও সাখাওয়াতসহ ৫/৬ জনের একটি সিন্ডিকেট। ফসলী জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ স্থাপন করায় ও বালু ফেলে ক্ষতি সাধন করার প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আওলাদ, আরমান, মনির, মোখলেছ, নজরুল ও সাখাওয়াতের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিক জহিরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এসময় জহিরুল ইসলামকে বাঁচাতে তার চাচা মোঃ আলী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় রাতে আহত জহিরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, এব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।