নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় সোমবার বিকেলে বিভিন্ন যানবাহনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে অবৈধ একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার করে অবৈধ অস্ত্র বহনকারী নারীসহ ২ জনকে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী রাতে বিষয়টি নিশ্চিত করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গতকাল সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় সোনারগাঁও থানার দারোগা (এসআই) সামরুল এর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় পুলিশ কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে অবৈধ একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার করে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী নাঈম (২৩) ও সুমা আক্তারকে(২৪)। গ্রেফতারকৃত অবৈধ অস্ত্র বহনকারী নাঈম এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফুলতুলি এলাকায়। তার পিতার নাম- মোখলেছ মোল্লা। সুমা আক্তারের বাড়ি একই উপজেলার কাঞ্চনমরি এলাকায়।
তার স্বামী নাম- শেখ শাহাদাত হোসেন। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।