নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্থানে ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ৬টি প্রকল্পে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের উদ্বোধন করেন।
কাঁচপুর গঙ্গাপুর জিসি সড়ক ৩ হাজার মিটার উন্নয়ন কাজ, নয়াপুর গঙ্গাপুর জিসি ১৯শ ৫মিটার সড়ক উন্নয়ন কাজ, ললাটি কুশাবো দামোরখোলা সড়ক ২১শ ৯৩ মিটার উন্নয়ন কাজ, মিরেরটেক বাজার জামপুর ইউনিয়ন অফিস ১৭শ ৮০মিটার সড়ক উন্নয়ন কাজ, ধন্ধিবাজার চারতলা ভীতে দু’তলা মার্কেট উদ্ধোধন, ফুলদী বাগেরপাড়া সড়ক হাসেম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ১৪শ ৪০ মিটার সড়ক উন্নয়ক কাজে উদ্ধোধন করেন।
উদ্বোধনকালে তার সঙ্গে ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।