নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে এ সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গোয়াল পাড়া হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, গোয়াল পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবীব মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের সদস ইসমাইল সরকার রোমান রোমান, নারী নেত্রী সালেহা বেগম, দেওয়ান সামসুর রহমান, আওয়ামী লীগ নেতা জজ মিয়া, দাউদ ভূঁইয়া প্রমুখ। এসময় স্কুলের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।