নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন টোলপ্লাজা এলাকা থেকে ৬ কেজি গাঁজা ও ৩৯ পিচ ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুজন (২১) মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার জাফরাদ গ্রামের টুটুল মাদবরের ছেলে, আব্দুল করিম (৫৫) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে, মাজেদা বেগম (৬০) ফরিদপুর জেলার সদরপুর থানার নিয়াজখালী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের মেয়ে ও সানজিদা বেগম (৪৬) ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধুবগ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ফেনসিডিল ও গাজাঁসহ গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।