ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাসড়কের মেঘনা ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে ট্রাক নিয়ে চালক চলে যাওয়ায় আটক করা যায়নি। নিহতরা হলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৬) ও পাশ্ববর্তী চর চৌদ্দ কাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে অসিম (১৭)। নিহত দুজনের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায় মেঘনা ব্রীজের মাঝামাঝি স্থানে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে তরুণদের বহনকারী মোটরসাইকেলে দ্রুত গতিতে এসে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
কাঁচপুর হ্ইায়ের থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।