নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ইতালি প্রবাসী মোস্তফা কামালের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় বাঁধা দিলে প্রভাবশালী ব্যক্তির লোকজন জমি মালিকের স্বজনদের মারধোর ও প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে জমির মালিক প্রবাসী মোস্তফা কামাল পক্ষে তার ছোট বোন খাদিজা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকার ইতালি প্রবাসী মোস্তফা কামালের ১৪ শতাংশ জমি রয়েছে।জমির চারপাশে ইটের দেয়াল দিয়ে ও বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে।কিন্তু ওই এলাকার প্রভাবশালী নুর হোসেন উক্ত জমি অবৈধভাবে জবর দখল করার পায়তারা করছেন।এবং পরিবারের লোকজনদেরকে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
জমির উত্তর পাশে অভিযুক্ত ব্যক্তির জায়গা থাকার ফলে জমির পাশে নিয়ম বহির্ভূতভাবে গভীর মাটি খনন করেছেন।এতে মোস্তফা কামালের ইটের দেয়াল ব্যাপক ক্ষতি সাধন হয়।
এ ঘটনার প্রতিবাদ করলে কিছুদিন পূর্বে নুর হোসেনের নির্দেশে অজ্ঞাত ৪-৫জন সন্ত্রাসী মোস্তফা কামালের ছোট বোন খাদিজা বেগমকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
এব্যাপারে প্রবাসীর ছোট বোন খাদিজা বেগম বলেন,আমার ভাইয়ের জমির পাশ থেকে নিয়ম বহির্ভূতভাবে মাটি কেটে নিচ্ছে নুর হোসেন। তাকে দেয়াল ঘেঁষে মাটি কাটতে নিষেধ করলে আমার উপরে হামলা করে মুখে আঘাত করে ওপ্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযোগের বিষয়ে জানতে নুর হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য এসআই ইমরানকে দায়িত্ব দেওয়া হয়েছে।