নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগৈর সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক মো. আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধাগণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু কর্নার উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।