নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরর্কীতি এলাকায় হামিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী হামিদুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা বাদি হয়ে ৪ জনকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের চান্দেরর্কীতি এলাকায় মাছের আড়ৎতের ব্যবসায়ী হামিদুল ইসলামের বাড়িতে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল পেছনের ফটক ভেঙ্গে প্রবেশ করে। এক পর্যায়ে বাড়ির সবাইকে হাত পা বেঁধে মারধর করে আলমারীতে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ এক লাখ ৮০ হাজার টাকা, মোবাইল সেট ও জমির মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির মালিক হামিদুল ইসলাম বাড়িতে ছিলেন না। তিনি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার আতংঙ্কে আত্মগোপনে ছিলেন। ডাকাতির ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়।
ব্যবসায়ীর স্ত্রী রাজিয়া সুলতানা দাবি করেন, তার স্বামীর সাথে একই এলাকার অনিকা রানী ওরফে শাহাবুদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধে তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে দূরে সরিয়ে রেখেছে। জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে সোনারগাঁ থানা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট একাধিক অভিযোগ দায়ের করা হয়। জমির মূল্যবান কাগজপত্র লুট করতে অনিকা রানী এ ডাকাতি করিয়েছে। ডাকাতদের ভাষ্যে এসব স্পষ্ট হয়েছে। তাই চারজনকে আসামী করে অভিযোগ দায়ের করেছি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত চলছে। ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।