শামিম নামে এক সুতা ব্যবসায়ীকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা । বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে শামিমের নিজ বাড়িতে গিয়ে এই হুমকি দেয়। এ ব্যাপারে ভুক্তভোগীর শামিম নিরাপত্তাহীনতার আশংকায় থানায় অভিযোগ করেছে।
ভুক্তভোগী শামিম জানান,অভিযুক্ত সন্ত্রাসী কাবিলগঞ্জ গ্রামের মৃত হাকিম আলীর ছেলে ও হত্যাসহ একাধিক মামালার আসামি মো: আলীম মিয়া ওরফে বিটন (৩৫) , অত্র গ্রামের আউয়ালের ছেলে মো: ফয়সাল (২৮) ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে এই হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তিনি এই ঘটনার প্রতিবাদ করতে ঘর থেকে বাহিরে গেলে ধাঁরালো ও দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসীরা তেড়ে গেলে প্রাণ ভয়ে পিছু হটে দৌড়ে পূনরায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে ডাক-চিৎকার শুরু করেন তিনি। এ সময় সন্ত্রাসীরা শামিমকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শামিম থানায় লিখিত অভিযোগ করেন
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এস. এম কামরুজ্জামান বলেন এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।