নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। গতকার সোমবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গতকাল সোমবার বিকেলে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁয়ের কাঁচপুরে এক হত্যাকান্ডের ঘটনায় সোনারগাঁ থানায় মামলার এজাহারভূক্ত আসামি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রোববার রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-বøকের ২৯৫ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল সোমবার বিকেলে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত সামসুল ইসলাম ভূঁইয়াকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি।