1. admin@kalersomoy.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত যুবদলের উদ্যোগে সোনারগাঁয়ে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার কেন্দ্রীয় সমন্বয়করা সোনারগাঁ ছিনতাইয়ের শিকার, গ্রেপ্তার-২ রুপগঞ্জের ‘দুই’ সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সোনারগাঁয়ে শশুরকে কুপিয়ে আহত করেছে পুত্রবধু, থানায় মামা

কালের সময় ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার পুত্রবধুর বিরুদ্ধে। গত বুধবার রাতে শশুরকে বাসায় একা পেয়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত শশুরকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে আহতের স্ত্রী রাহিমা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। আব্দুল মান্নানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্ত্রী রাহিমা বেগম জানান, উপজেলার হাতকোপা গ্রামের বাসিন্ধা আব্দুল মান্নান। গত ৮মাস আগে একটি বেসরকারী এনজিও থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহন করেন। ঋণ নেয়ার সময় তার বড় ছেলে সৌদি আরব প্রবাসী কাউসার মিয়ার স্ত্রী চামেলী বেগমকে সদস্য করে ঋণ গ্রহন করেন। ঋণের টাকার চেক পেয়ে সরল বিশ্বাসে তার পুত্র বধু চামেলী বেগমের ব্যাংক হিসাবে জমা দেন। কিছু পর আব্দুল মান্নান জানতে পারেন চামেলী বেগম তার ব্যাংক হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করে খরচ করে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন। এ বিষয়টি তার পুত্রবধু চামেলী বেগমের কাছে জানতে চাইলে পুত্রবধু টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের পরিবারের সাথে চামেলী বেগমের দ্বন্ধ শুরু হয়। পরে আব্দুল মান্নান পুলিশের সহযোগিতায় ব্যাংক ও এনজিও কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংক হিসাব জব্দ করেন।
আব্দুল মান্নান পুত্রবধুর উত্তোলিত দুই লাখ টাকা ক্ষতিপূরন দিয়ে এনজিওর ঋণ নেওয়া ১০লাখ টাকা ফেরত দেন। এক পর্যায়ে পুত্রবধুকে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চামেলী বেগম গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তার বাড়িতে এসে মান্নানকে একা পেয়ে ধালালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। মান্নানর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল মান্নান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবীর পরিচর্যা কেন্দ্র (আইসিও) চিকিৎসাধীন রয়েছে।
আহতের ছোট ছেলে রাসেল মিয়া জানান, তার বাবা আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, শশুরকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন রয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরি আরও খবর

ফেসবুকে আমরা