1. admin@kalersomoy.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত যুবদলের উদ্যোগে সোনারগাঁয়ে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার কেন্দ্রীয় সমন্বয়করা সোনারগাঁ ছিনতাইয়ের শিকার, গ্রেপ্তার-২ রুপগঞ্জের ‘দুই’ সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সোনারগাঁয়ে ফুটওভার ব্রীজ হকার মুক্ত করলেন এমপি কায়সার

কালের সময় ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটওভার ব্রীজ হকার মুক্ত করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। গতকাল বুধবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিজে দাড়িয়ে থেকে হকার মুক্ত করেন। এসময় সঙ্গে ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতি বছর সড়ক পারাপাড় সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ মৃত্যুবরণ করেন। এনিয়ে সোনারগাঁবাসী ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবি তোলেন । ২০০৮ সালে আব্দুল্লাহ আল কায়সার নির্বাচিত হওয়ার পর ফুট ওভার ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করেন। ফুট ওভার ব্রীজ উদ্বোধনের পর থেকে ব্রীজটি হকার ও ভিক্ষুকদের দখলে চলে যায়। ফলে সাধারণ পথচারী পারাপার হতে গিয়ে বিভিন্ন বিরম্ভনায় পড়েন। এ নিয়ে বিভিন্ন সময়ে গণ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কোন প্রতিকার পায়নি পথচারীরা। ২০২৪ সালে সাংসদ আবদুল্লাহ আল কায়সার পুনরায় নির্বাচিত হওয়ার পর ফুট ওভার ব্রীজটি হকার মুক্ত করেন নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়। গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় রয়েল রির্সোটে স্মার্ট সোনারগাঁ বির্নিমাণের লক্ষ্যে আলোচনা সভায় এ বিষয়টি জোরালো ভাবে উঠে আসে। পরে সোনারগাঁ থানা পুুলিশ ২১ তারিখ থেকে এক সপ্তাহ হকার মুক্ত রাখে ফুট ওভার ব্রীজটি । হঠ্যাৎ করে গত মঙ্গলবার সকালে পুনরায় হকার বসা শুরু করে। এ নিয়ে গতকাল বুধবার উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় আলোচনায় উঠে আসে। পরে বিকেলে সাংসদ নিজে উপস্থিত হয়ে ফুট ওভার ব্রীজে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিয়ে হকার মুক্ত করে চলাচল নির্বিঘœ করেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, দু’একজনের জন্য কয়েকহাজার মানুষের ভোগান্তি সহ্য করা হবে না। কোন হকার পুনরায় ফুট ওভার ব্রীজে বসে ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরি আরও খবর

ফেসবুকে আমরা