1. admin@kalersomoy.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত যুবদলের উদ্যোগে সোনারগাঁয়ে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার কেন্দ্রীয় সমন্বয়করা সোনারগাঁ ছিনতাইয়ের শিকার, গ্রেপ্তার-২ রুপগঞ্জের ‘দুই’ সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

দেশে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী দল গুলো ছাড়া বিকল্প নাই: মুফতী ফয়জুল করীম

কালের সময় ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন দাবি আদায়ে ‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’ স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশ করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে সোনারগাঁ উপজেলা শাখার আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। দলটির সোনারগাঁ থানার সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুফতী ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী দলগুলো ছাড়া বিকল্প আর নেই, এক স্বৈরাচার সরকার পতন হয়েছে আর একজন প্রস্তুতি নিচ্ছে এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না, ৫ আগস্ট চতুর্থবারের মতো দেশ স্বাধীনের পর যারা লুটপাট ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি করেছে তারাই ক্ষমতার জন্য উঠেপড়ে লেগেছে, বিগত সরকার যেভাবে গণহারে মামলা দিয়ে সাধারণ জনগণ ওলামায়ে কেরামদের হয়রানি করেছিল ঠিক তেমনি ভাবে বিএনপি নিরীহ মানুষদের উপর মিথ্যা মামলা দিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে তা কোনভাবেই তৌহিদ জনতা মেনে নিবে না। তাদেরকে যেকোনোভাবে প্রতিহত করা হবে।

এসময় গণসমাবেশে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানানো হয়।

এ সভায় ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামসহ আরও উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির,যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী ইমদাদুল হাসেমী, জেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ যুবায়ের হোসাইন, জেলার ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আশরাফ আলী এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরি আরও খবর

ফেসবুকে আমরা