সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ জেলা জামাতে ইসলামীর উদ্যোগে ‘রুকন সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা জামাতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে রুকন সম্মেলনে কেন্দ্রীয় জামাতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামাতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, ছাত্র জনতার গণঅভ্যুথানের মাধ্যমে বিগত জালেম সরকারের বিদায় হয়েছে। নিরীহ ছাত্র জনতার উপর গুলি করে যারা তাদের হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, জামাতের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলাম সহ ইসলামী দলগুলোর সাথে একসাথে কাজ করতে আগ্রহী রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে। তিনি বলেন পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে ইতোপূর্বে যারা নিয়োগ পেয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগ মনোনীত লোক। তাই আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল বাহিনীতে সংস্কার করা জরুরী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামাতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ড. ইকবাল হোসেন, জেলা জামাতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা জামাতের আমীর মোঃ মাহবুব হোসেন প্রমূখ।