ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তির প্রতিবাদে সোনারগাঁওয়ের তরুণ আলেম সমাজের সংগঠন শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুর ০২ টায় শায়খ আবু তাওয়ামা সংসদ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় মাওলানা শফিকুল ইসলাম জামীর সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ইমাম ওলামা ঐক্য পরিষদ সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বন্দর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ উল্লাহ।
বক্তারা বলেন, ‘যে যেখানেই আমাদের নবীজী (সা)– এর নামে কোন ধরনের কটূক্তি করেন, দেশে হোক বা বিদেশে হোক, অবশ্যই আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাবো। কোনো অবস্থাতেই আমরা এগুলো সহ্য করবো না। সেইসঙ্গে মহানবী (সা)–কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’
তাঁরা আরও বলেন, মহানবী (সা)–এর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রতিবাদ জানানো আমাদের ঈমানের দায়িত্ব। রামগিরি মহারাজ ইসলাম ধর্মকে জঙ্গী ধর্ম বলেছেন আর মহানবী (সা) জুলুমবাজ বলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন শায়খ আবু তাওয়ামা সংসদের শুভাকাঙ্ক্ষী, মাওলানা মোশারফ হোসেন, মুফতি শেখ সাব্বির হোসাইন, মাওলানা আলী হোসাইন, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আবু বকর সিদ্দিক, মাওলানা শাহাদাত হোসাইন ফয়সাল, মুফতি সাব্বির খান, মাওলানা মফিজুল ইসলাম, মুফতি রফিক বিন হামিদ, মাওলানা নোমান আহমেদ, মাওলান রিফাত মাহমুদ, হাফেজ আল আমিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।