নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গোবিন্দপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি শাহ আলম বলেন, আওয়ামীলীগের ফ্যাসীবাদি শেখ হাসিনা সরকার তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছেন। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। ৫ই আগষ্ট শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এখন তার বিরুদ্ধে অপকর্মের জন্য মামলা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের জন্য সমাবেশে তিনি দাবি করেন।